২৮ এপ্রিল সোমবার বিকেল ৫টায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চ্যাথাম হাউস, যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার এবং তাঁর স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমান এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতি, বাংলাদেশের গণতন্ত্র, নারী অধিকার, বাংলাদেশে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, বৃত্তাকার অর্থনীতি (Circularity) এবং ভবিষ্যতে ইউকের সাথে ব্যবসা বজায় রাখার জন্য দলের অবস্থানসহ নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ও সাসেক্স এ্যালামনাই এর আলী আহমেদ তাহ্কীক।
Discussion about this post